রবীন্দ্রনাথ যদি পরীক্ষার হলে বসে শেষের কবিতা লিখতেন......... শেষের কবিতায় যেভাবে ছিলঃ বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পার। পরীক্ষার হলেঃ স্যার আশ্চর্য সহজ ভাবে আশ্চর্য কঠিন প্রশ্ন করতে পারেন। শেষের কবিতায় যেভাবে ছিলঃ তুমি আজকের দিনের ঔদার্্যের মধ্যে কালকের দিনের আশঙ্কা কেন তুলছ পরীক্ষার হলেঃ স্যার আপনি ফাইনালের প্রশ্নে মিড টার্ম এর প্রশ্ন কেন তুলে দিলেন শেষের কবিতায় যেভাবে ছিলঃ তুমি আমার কাছে কী যে চাও আর আমি কতটুকুই বা তোমায় দিতে পারি ভেবে পাই নে পরীক্ষার হলেঃ স্যার আপনি প্রশ্নে কী যে চান আর আমি কতটুকুই বা খাতায় লিখতে পারি ভেবে পাই নে। শেষের কবিতায় যেভাবে ছিলঃ কিছু না ভেবেই তুমি দিতে পার এটাই তো তোমার দানের দান পরীক্ষার হলেঃ কিছু না ভেবেই যদি তুমি ভাল লিখতে পার তবেই তো তুমি ভাল ছাত্র/ছাত্রী......(স্যার বললেন) শেষের কবিতায় যেভাবে ছিলঃ মিনতি করে বলছি আমাকে বিয়ে করতে চেও না পরীক্ষার হলেঃ মিনতি করে বলছি আমাকে ফেল করাবেন না। শেষের কবিতায় যেভাবে ছিলঃ মিতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে পরীক্ষার হলেঃ স্যার আপনার জ্ঞান আপনার মেধা আমার অনেক উপরে। শে...
Posts
Showing posts from August, 2019
- Get link
- X
- Other Apps
Travel Tips for first time travelers to USA I came from Bangladesh and my port of entry was John F. Kennedy (JFK) International Airport. So my writing is based on my experience. When you will arrive at Dubai/Hongkong/Doha/China you have to check the "gate number" of your next flight on the big screen. You will be able to see the flight number, gate number, departure time, destination airport etc. You can check any last minute change here. If you have a long layover the gate number may change over time. So you have to check it again before boarding. Its wise to take rest anywhere near the gate of your next flight. If you have to catch another connecting flight (from USA) then inform it to the custom officer. In my case the officer transfer me to another line where there were only 2 people before me. If you reach in peak- hour you have to wait in a long queue to complete immigration formalities. So if you think that you may be late standing in the regu...
- Get link
- X
- Other Apps
কিছু সাধারণ প্রশ্ন এবং তার অসাধারণ উত্তর... * সখি তুমি কেন জিমে যাও???!!! তোমার কি দায় পড়েছে (মেদ বেড়েছে)? আমাদের দেশে কিছু সাধারণ ধারণা প্রচলিত। কেউ হেঁটে কোথাও গেলে ধারণা করা হয় ভাড়া বাঁচানোর জন্য হেঁটে যাচ্ছে। হেঁটে কোথাও যাচ্ছেন দেখলেই মানুষ আপনাকে থামায়ে জানতে চাইবে কি ব্যাপার হন্তদন্ত হয়ে কোথায় যান? তেমন কিছু হয় নাই এমনি হাঁটছেন বা বাসায় যাচ্ছেন শুনলে আকাশ থেকে বাতাস থেকে পড়বে। আরো দরদী হলে আপনাকে লিফ্ট দিতে চাইবে(রিকশা গাড়ি যেকোনো বাহন হতে পারে)। নিজে নেমে গিয়ে বলবেনা চলেন আমিও হাঁটি। দরকার পড়লে টাকা খরচ করে ট্রেডমিলে হাঁটবো তাই বলে রাস্তায়!!! চট্টগ্রামে ফ্লাইওভারের কাজের জন্য জি ই সি এর চার রাস্তার মোড় আট রাস্তার মোড় এ রূপান্তরিত হওয়ায় আমি হাঁটতাম। নিজের জান রাস্তা পার হওয়ার সময় চালকের হাতে না দিয়ে নিজের হাতে রাখাটাই যুক্তিযুক্ত মনে হত। আর বড় বড় গর্ত তো বসে আছেই আপনাকে কোলে তুলে নেয়ার জন্য। আইইউবিএটি তে চাকরির সময় আমার বাসা থেকে দিনে চারবার যাতায়াত করতে হতো। শেষের কয়েক মাস আমি ভার্সিটির খুব কাছে থাকতাম এবং দুপুরে বাসায় খেতে যেতাম। ৪ বারের মধ্যে আমি অন্তত ২ বার...